কালবৈশাখীর রুদ্র চেহারায় বিপর্যস্ত জনজীবন Posted on May 2, 2016 by santanu99 — No Comments ↓ দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ০২ মে ।। বৈশাখ শুরু হতে না হতেই রাজ্য জুড়ে কালবৈশাখীর রুদ্র চেহারায় জনজীবনে রীতিমতো আতংক ছড়িয়ে পড়েছে। প্রচন্ড বেগে ঝড় মুহূর্তেই আগ্রাসী থাবায় ঘরের ছাউনী উড়িয়ে নিচ্ছে আবার কোথাও উপরে ফেলে দিচ্ছে বিশালাকার বৃক্ষ।