গোপাল সিং, খোয়াই, ০২ মে ।। সাম্প্রতীক অতীতে ত্রিপুরায় ম্যালেরিয়া আক্রান্ত হয়ে জীবনহানির বেশ কিছু ঘটনা হয়েছে। বিশেষ করে পাহাড়ী অঞ্চলে ম্যালেরিয়া আক্রান্ত হয়ে শিশুদের মৃত্যু হয়েছে। ম্যালেরিয়া প্রতিরোধে রাজ্য স্বাস্থ্য দপ্তর বিভিন্ন ব্যবস্থা গ্রহন করেছে – মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে দপ্তর। তারপরও সোমবার খোয়াইয়ে ম্যালেরিয়ায় মৃত্যু হল এক যুবকের। জানা যায়, রবিবার জ্বরে আক্রান্ত হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি হয় অরবিন্দ দেববর্মা (৩২) নামে ঐ যুবক। বাড়ী খোয়াইয়ের দক্ষিন জামটিলা এলাকায়। ম্যালেরিয়ার জীবানু পাওয়াতে সোমবার তাকে আগরতলার জি বি হাসপাতালে রেফার করে চিকিৎসকরা। রাস্তায় অরবিন্দ দেববর্মার মৃত্যু হয়।