রাজ্যে প্রবেশ করল প্রথম ব্রডগেজের যাত্রীবাহী রেল – কল্লোলিত ব্রডগেজের হুঁইসেলে

Photo : Silchar lumding broad gauge line.
Photo : Silchar lumding broad gauge line.

দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ০২ মে ।। সবারই জানা ছিল ব্রডগেজের যাত্রীবাহী রেল আসবে কবে? ‘কবের’ উত্তর পূর্ণ না হলেও প্রায় পূর্ণ হওয়ার মুহূর্তে রাজধানীর মানুষ সহ আপামর রাজ্যবাসী। সোমবার, ২ মে ২০১৬ – দিনটা বাধারঘাট রেল স্টেশনের স্মৃতিতে যেমন অমলীন থাকবে চিরদিন, তেমনি এই রাজ্যের মানুষের। চড়াই উৎরাই পাড়ি দিয়ে অবশেষে রাজ্যে সশব্দ হুঁইসেল বাজিয়ে ব্রডগেজের যাত্রীবাহী রেল পৌঁছুতেই মুহূর্তে বদলে গেল ছবিটা। বিস্ময় ভরা চোখেই বাস্তব হয়ে উঠল ব্রডগেজের আগমনের সুদীর্ঘ প্রত্যাশা। হোক আপাতত পরীক্ষামূলক ভাবে সপ্তাহে দু’দিন, তবুও বলতে দ্বিধা নেই এই ব্রডগেজ মানুষের যাত্রার বিড়ম্বনার শেষ হওয়ার কাল্পনিক নয় একেবারে সাচ্চা ঘটনা। ঠিক ২টা ১০ মিনিট সময়ে ত্রিপুরার ধর্মনগর রেল স্টেশনে ব্রডগেজ যাত্রীবাহী রেল আসে। উত্তর-পূর্বাঞ্চলের রেল পরিষেবায় নতুন অধ্যায়ের সূচনালগ্নের সাক্ষী থাকতে ধর্মনগর রেল স্টেশনে উচ্ছাসের জোয়ারে অবগাহন করেছেন প্রচুর মানুষ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*