নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৩ মে ।। উড়ালপুলের সৌজন্যে নাগেরজলা থেকে বড়দোয়ালীর যে স্থানগুলো দীর্ঘদিন উচ্ছেদের অপেক্ষায় ছিল, অবশেষে ২৪ এপ্রিল প্রশাসনের যুদ্ধং দেহি রণসজ্জায় দখলকৃত সরকারী জমি দখল মুক্ত করা হয়েছে। দোকানপাট, বসতবাড়ীর অংশও ভাঙ্গা হয়েছে। নাগেরজলা থেকে বড়দোয়ালী পর্যন্ত দোকানপাট ও বসতবাড়ী উচ্ছেদের প্রতিবাদে মঙ্গলবার শহরে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করে বিজেপি। বিজেপি সদর জেলা কমিটির তরফে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ৫ দফা দাবীতে ডেপুটেশন প্রদান করেন।