নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৩ মে ।। ৩ মে ২০১৬ মঙ্গলবার – দিনটা বাধারঘাট রেল স্টেশনের স্মৃতিতে যেমন অমলীন থাকবে চিরদিন, তেমনি এই রাজ্যের মানুষের। বিস্ময় ভরা চোখেই বাস্তব হয়ে উঠল ব্রডগেজের আগমনের সুদীর্ঘ প্রত্যাশা। সোমবার পরীক্ষামূলক ভাবে শীলচর থেকে ব্রডগেজ যাত্রীবাহী রেল আগরতলায় আসে। ঠিক ২টা ১০ মিনিট সময়ে ত্রিপুরার ধর্মনগর রেল স্টেশনে ব্রডগেজ যাত্রীবাহী রেল এসে পৌছায়। মঙ্গলবার সকাল ৯টায় ৭১৩ জন যাত্রী নিয়ে পরীক্ষামূলক ভাবে বাধারঘাট রেল স্টেশন থেকে শীলচরের উদ্দেশ্যে যাত্রা শুরু করল ব্রডগেজ যাত্রীবাহী রেল। রাজ্যের রেল পরিষেবায় নতুন অধ্যায়ের সূচনালগ্নের সাক্ষী থাকতে বাধারঘাট রেল স্টেশনের উচ্ছাসের জোয়ারে অবগাহন করেছেন প্রচুর মানুষ।