গোপাল সিং, খোয়াই, ০৩ মে ।। দীর্ঘদিনের লালিত স্বপ্ন যখন পূরণ হয় কোনো মানুষের সেই ঘটনা সামাজিক ক্ষেত্রেও অনন্য ভূমিকা রাখতে পারে – বিশেষ করে বিজ্ঞানের আবিষ্কারে ধন্য এই পৃথিবীই হচ্ছে তার বড় প্রমান। সেই সূত্রে বিজ্ঞানেরই এক প্রশাখা হচ্ছে রসায়ন বা Chemistry। এই রাজ্যের কৃতি সন্তান ডঃ সৈকত দাশ শর্মা রসায়ন চর্চা আর গবেষনাতেই জীবন উৎসর্গ করে অনন্য দৃষ্টান্ত রেখেছেন। কাজের মূল্যায়নে স্বীকৃতি পেলেও থেমে নেই ডঃ সৈকত দাশ শর্মার গবেষনা। গত ১৮ই মার্চ আসামের জোরহাটে অবস্থিত CSIR – North East Institute of Science and Technology এর ৫৫ তম ফাউন্ডেশন ডে উপলক্ষ্যে শ্রী দাশ শর্মাকে Indian Patent প্রাপ্তির জন্য Certificate এবং Appreciation দেয়া হয়। সম্প্রতি খোয়াই দশরথ দেব মেমোরিয়েল কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ডঃ সৈকত দাশ শর্মা আফিম গাছ থেকে এমন এক মধ্যবর্তী যৌগ আবিষ্কার করেছেন যা ভূ-ভারতে বিরল। আফিম গাছ থেকে প্রাপ্ত থিবেইনকে কাজে লাগিয়ে অত্যন্ত সহজ সরল পদ্ধতিতে মানব দেহের যে কোন ব্যাথা উপশমকারী ঔষধের একটি মধ্যবর্তী যৌগ ১৪-হাইড্রোক্সিকডিনোন আবিষ্কার করেন। রাজ্যের কৃতি সন্তান ডঃ সৈকত দাশ শর্মার এই আবিষ্কারের জন্য মঙ্গলবার খোয়াই দশরথ দেব মেমোরিয়েল কলেজের সহকর্মীরা শ্রী দাশ শর্মাকে সংবর্ধনা প্রদান করেন।