নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৩ মে ।। মঙ্গলবার আগরতলা জি বি পি হাসপাতাল অত্যাধুনিক ম্যাগনেটিক রিজনেন্স ইমেজিং (MRI) ইউনিটের উদ্বোধন করলেন মূখ্যমন্ত্রী মানিক সরকার। MRI ইউনিটের উদ্বোধনের পাশাপাশি রোগীদের কল্যানে জি বি পি হাসপাতাল চত্বরে পতাকা নেড়ে অ্যাম্বুলেন্স পরিষেবারও সূচনা করেন মূখ্যমন্ত্রী। এদিন ৩০টি অ্যাম্বুলেন্স পরিষেবার সূচনা হল। এই অনুষ্ঠানে রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী বাদল চৌধুরী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের প্রধান সচিব এম নাগারাজু উপস্থিত ছিলেন। MRI ইউনিট এবং অ্যাম্বুলেন্স পরিষেবা উদ্বোধনের পর আগরতলা সরকারি মেডিক্যাল কলেজের কনফারেন্স হলে জি বি পি হাসপাতাল এবং আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ নিয়ে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।