দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ০৭ মে ।। রাজধানীতে যাঁরা সাহিত্য, সংস্কৃতির অঙ্গনের সঙ্গে যুক্ত তাঁরা কিন্তু রীতিমতো প্রস্তুতিতে ব্যস্ত বিশ্বকবির পূণ্য জন্মদিনে তাঁকে বিনম্র শ্রদ্ধাজ্ঞপনের জন্য। রবিবার পঁচিশে বৈশাখ – ঠিক এই সময়ে শকুন্তলার রাস্তা দিয়ে যাঁরা যাতায়াত করছেন, তাদের চোখ চলে যাচ্ছে অজান্তেই সেই শূন্য আসনে। যেখানে ঘটা করে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিশ্বকবির মর্মর মূর্তি স্থাপন করা হয়েছিল। বিশ্বকবির মূর্তি স্থাপনের সঙ্গে সঙ্গেই শুরু হয়েছিল সমালোচনা মূর্তির অবয়ব নিয়ে। অবশেষে জনতার চাপে বিশ্বকবির মূর্তি সরিয়ে নেয়া হয়, এখনো রবীন্দ্র শতবার্ষিকী ভবনের বিশ্বকবির মূর্তি বসানো হয়নি, শূন্য আসন কবে পূর্ণ হবে ?
ফাইল ছবি।