দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ০৮ মে ।। পশ্চিমবঙ্গে বাম কংগ্রেস জোটের বিরুদ্ধে ত্রিপুরায় কংগ্রেসের অবস্থান নিয়ে সুদীপ রায় বর্মণ এবং তাঁর অনুগামীরা প্রথম থেকেই বিরোধীতা করছিলেন – কার্যত যাকে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব একেবারেই পাত্তা দেয়নি। যার ফলে সুদীপ রায় বর্মণের সঙ্গে অনুগামীদের মধ্যেও কংগ্রেস ছাড়ার হিড়িক দেখা দেয়। সুদীপ রায় বর্মণ আগেই বিরোধী দল নেতার পদ ত্যাগ করেছিলেন – কারন দর্শাও নোটিশও দেয়া হয় শ্রী বর্মণকে। পশ্চিমবঙ্গের বাম কংগ্রেস জোট নিয়ে সুদীপ রায় বর্মণ দলীয় কর্মীদের সঙ্গে পরবর্তী লক্ষ্য নিয়ে আলোচনা করতে রাজ্য চষে বেড়ানোর মধ্যেই দিল্লীর নির্দেশে সুদীপ রায় বর্মণ সহ ১৪ জনকে দল বিরোধী কার্যকলাপের জন্য বহিস্কার করা হয়েছে। দিল্লীর আদেশের বিরুদ্ধে শনিবার উত্তেজিত কংগ্রেস কর্মীদের আক্রোষের লক্ষ্য হয়ে দাঁড়ায় কংগ্রেসের সদর কার্যালয়। প্রকাশ্যেই কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহাকে ক্ষমতাসীন দলের দালাল বলে নিন্দা জানানো হয়। সুদীপ রায় বর্মণ সহ যাদের বহিস্কার করা হয়েছে তাদের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল অন্যদিকে রাজ্য কংগ্রেসের শেষ পরিনতি কোথায় গিয়ে দাঁড়ায় – সেদিকে উদগ্রীব দৃষ্টি নিয়ে অপেক্ষায় সাধারন কংগ্রেস কর্মী আর রাজ্যবাসী।