তীব্র দাবদাহ – ভরসা ছাতা আর ঠান্ডা পানীয়

Hot Hot.jpg1দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১০ মে ।। বিশ্বকবি বলেছিলেন প্রকৃতির উপর মানব প্রজাতির আগ্রাসনের মাসুল দিতে হবে বিশ্ববাসীকে। আধুনিক পৃথিবীতে শিক্ষা দীক্ষা, বিজ্ঞান, সংস্কৃতিতে বিকাশের ঢেঁকুর তুলি আমরা পাশাপাশি প্রকৃতি পৃথিবী নিয়ে আন্তর্জাতিক আলোচনায় উঠে আসছে মানুষের শিকার হয়ে মৃত্যুর মুখে ধাবিত হচ্ছে ধরনী। প্রকৃতি হারিয়ে ফেলছে ভারসাম্য। শীত, গ্রীষ্মের চিরাচরিত রুপ বিলুপ্তির পথে। গ্রীষ্মের খরতাপে মাঠ, ঘাট শুকিয়ে জলশূন্য হচ্ছে। গরমের তীব্রতায় জীবনের জেরবার দশা। সরমের সূচক বেড়েই চলেছে। তীব্র দাবদাহের হাত থেকে রক্ষা পেতে শহরের পথচলতি মানুষ তৃষ্ণার্ত হৃদয়ে ডাবের জলে শরীরের উষ্ণতা কমাচ্ছেন। বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও – এ মুহূর্তে সব বন্ধু ছেড়ে দিয়ে শির বাঁচাতে ছাতাকেই পরম আত্মীয় করা ছাড়া গব্যন্তর নেই।

 

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*