আন্তর্জাতিক ডেস্ক ।। তেলের উৎপাদন আবারো বাড়াতে যাচ্ছে সৌদি আরব। দেশটির রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা আরামকোর শেয়ার বিক্রিকে সামনে রেখে ২০১৬ সালে তেলের উৎপাদন আরো বাড়বে বলে জানিয়েছেন সংস্থাটির প্রধান নির্বাহী আমিন নাসের। বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, আরামকোর শেয়ার বিক্রির কারণে প্রতিষ্ঠানটির মোট মূল্য দুই ট্রিলিয়ন ডলারও ছাড়িয়ে যাবে। ২০৩০ সালের মধ্যে সৌদি আরবের অর্থনীতির পরিসর দ্বিগুণ করার লক্ষ্যে যে আকর্ষণীয় পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার, সেই পরিকল্পনার অংশ হিসেবে তেল জায়ান্ট আরামকোর পাঁচ শতাংশ শেয়ার বিক্রি করে দেওয়া হবে এবং তেল ও গ্যাসের ওপর নির্ভরশীলতা কমিয়ে আনা হবে।
কিন্তু তার মানে এই নয় যে বৈচিত্র্যময় এই আর্থিক পরিকল্পনায় খনিজ জ্বালানির কোনো জায়গাই থাকবে না, বরং এটি যোগ করবে বাড়তি মাত্রা। সৌদি আরবের তথাকথিত ‘ভিশন ২০৩০’ লক্ষ্যমাত্রা অর্জনে তেল বিক্রির মাধ্যমে আয় করা অর্থ পেট্রোকেমিক্যাল, খনি শিল্প, পর্যটন শিল্প ও অবকাঠামো নির্মাণের মতো বিভিন্ন শিল্পে বিনিয়োগ করা হবে। আগামী ১৫ বছরের মধ্যে অর্থনীতির পরিসর দ্বিগুণ করার পাশাপাশি ৬০ লাখ কর্মক্ষেত্র তৈরি করা সম্ভব হবে বলে আশা সৌদি প্রশাসনের। বর্তমানে সৌদি আরবের জাতীয় আয়ের ৯০ শতাংশেরই উৎস প্রাকৃতিক তেল ও গ্যাস। তাই তেল ও গ্যাসের ওপর নির্ভরশীলতা কমিয়ে দ্বিগুণ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন সৌদি আরবের জন্য সহজ হবে না বলেই মনে করা হচ্ছে।