দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১১ মে ।। গ্রীষ্মের দাবদাহে চামড়া পোড়ানো গরম আর উত্তাপ বাড়ার সংকেত পৌঁছে দিচ্ছে গগনের সূর্য। গ্রীষ্মের খরতাপে মাঠ, ঘাট শুকিয়ে জলশূন্য হচ্ছে। গরমের তীব্রতায় জীবনের জেরবার দশা। গরমের সূচক বেড়েই চলেছে। বুধবার ছিল এই মরসুমের সবচেয়ে উষ্ণতম দিন। আবহাওয়া সূত্রে জানাযায়, বুধবার তাপমাত্রা ছিল ৩৭.৩ ডিগ্রী সেলসিয়াস। ঘর্মাক্ত শরীরে অনেকেই বলছেন – বৃষ্টিই একমাত্র ভরসা।