গোপাল সিং, খোয়াই, ১৪ মে ।। ৪ দফা দাবিতে ডেপুটেশন দিল সিপিআই(এম)। খোয়াই শহর ও শহরতলীতে পরিশ্রুত পানীয় জলের সংখট দূরীকরন, বিদ্যুৎ পরিষেবা নিয়ে জনগনের দূর্ভোগ দূরীকরন, শেওরাতলী-শিববাড়ি-বারবিল ব্রীজের কাজ নিয়ে দপ্তরের টালবাহানর প্রতিবাদে এবং শহরের যানজট এড়াতে প্রয়োজনীয় ট্রাফিক ব্যবস্থার দাবীতে গনডেপুটেশন প্রদান করল সিপিআই(এম) খোয়াই মহকুমা কমিটি। হাজারো কর্মী-সমর্থককে সঙ্গী করে সিপিআই(এম) নেতৃত্বরা খোয়াই জেলা শাসক অপূর্ব রায়ের নিকট ডেপুটেশনের প্রতিলিপি তুলে দেন। এদিনকার ডেপুটেশন প্রদানকারী প্রতিনিধি দলে ছিলেন সিপিআই(এম) সম্পাদকমন্ডলীল সদস্যদ্বয় বিদ্যুৎ ভট্টাচার্য্য্য, নির্মল বিশ্বাস, সিপিআই(এম) সুভাষপার্ক অঞ্চল সম্পাদক পলাশ ভৌমিক, সিপিআই(এম) খোয়াই অঞ্চল সম্পাদক গৌতম পাল সহ অন্যান্যরা।
জেলা শাসক অপূর্ব রায়ের নিকট ডেপুটেশনের নামে যে যে দপ্তরের বিরুদ্ধে অভিযোগ নিয়ে যাওয়া হয়, ঐসকল দপ্তরের আধিকারিকরা আগে থেকেই জেলা শাসকের কার্য্যালয়ে বসে থাকেন। প্রশ্ন উঠছে জেলা শাসক কি আগে থেকেই জানতেন যে কোন কোন দপ্তরের বিরুদ্ধে অভিযোগ নিয়ে ডেপুটেশন দেওয়া হবে? আর এ জন্য তিনি আগে থেকেই আধিকারিকদের বসিয়ে রেখেছেন। জেলা শাসকের বিরুদ্ধে প্রশ্ন উঠছে এই ডেপুটেশনটাই যদি কোন বিরোধী দলের তরফ থেকে দেওয়া হত তাহলে কি তিনি ঐ আধিকারিকদের আগে থেকেই উনার কার্য্যালয়ে বসিয়ে রাখতেন ?
এদিকে খোয়াই শহরে বিশুদ্ধ পানীয় জলের তীব্র সংকট এবং বিদ্যুৎ বিপর্যৃয় নিয়ে সাধারন মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। গত তিন মাস যাবত বিদ্যুৎ বিপর্যৃয় ও পানীয় জলের তীব্রতর সংকটের কারনে বিরোধী শূণ্য খোয়াইতে সাধারন মানুষের মধ্যেকার ক্ষোভ বেড়েই চলছিল। এর মধ্যেই সিপিআই(এম) খোয়াই মহকুমা কমিটির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল সংগঠিত করে গনডেপুটেশন প্রদান করা হল বৃহস্পতিবার। এদিন প্রচন্ড গরমের মধ্যেই নেতৃত্বরা শহর ও শহরতলীর দলীয় কর্মী-সমর্থকদের সাথে নিয়ে মিছিল করে খোয়াই জেলা শাসকের সাথে ডেপুটেশনে মিলিত হন। মোট ৪ দফা দাবি সনদ তুলে দেওয়া হয় জেলা শাসকের হাতে।
উল্লেখ্য বুধবার দিনটিকে ইতিমধ্যেই মরশুমের উষ্ণতম দিন হিসাবে উল্লেখ করেছে রাজ্য আবহাওয়া দপ্তর। এদিন সানস্ট্রোকে মৃত্যুও হয়েছে রাজ্যে। কিন্তু এই তীব্র দাবদাহের মধ্যেই খোয়াইয়ের বিভিন্ন স্থানে বিদ্যুৎ গোলযোগ দেখা দেয়। বুধবার খোয়াই পাবলিক লাইব্রেরী ফিডারে রাত আনুমানিক ১২টার পর থেকে ভোর ৪টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকার পর বৃহস্পতিবার সকাল থেকে অনেক রাত অবধি খোয়াই শহরের বিদ্যুৎ পরিষেবা ব্যহত হয়ে পড়ে।