গোপাল সিং, খোয়াই, ১৪ মে ।। খোয়াইতে শুক্রবার দুপুরে ১ ঘন্টার বৃষ্টিতে স্বস্তির নি:শ্বাস নিল খোয়াইবাসী। কিন্তু বৃষ্টিপাতের পরবর্তী অবস্থা তথৈবচ। খোয়াই পুর এলাকার বিভিন্ন রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়েছে। বিশেষ করে দূর্বিসহ অবস্থা পুর এলাকার ১৫নং ওয়ার্ডের একটি রাস্তা। এই রাস্তা ২০০৩ সালে তৎকালীন নগর পঞ্চায়েত তৈরী করলেও বর্তমানে পূর্ত্ত দপ্তর দায়ভার নিয়েও রাস্তাটির বেহাল অবস্থা ফিরাতে পারেনি। প্রায় ১ বছর অতিক্রান্ত হলেও পূর্ত্ত দপ্তরের ঠিকেদার মহাশয় কাজ করছেন না। ৩ মাস আগে নাম মাত্র কিছু মাটি ফেলে সারাই করলেও বর্তমানে রাস্তাটি চলার অযোগ্যই শুধু নয়, নুংরা-পুঁতিময় হয়ে উঠেছে। রাস্তার উপর দিয়ে হেঁটে যাওয়া নামুমকিন হয়ে পড়েছে। যদিও পূর্ত্ত দপ্তরের ঠিকেদার মহাশয়ের রাস্তা ঢালাই করে কাজ সমাপ্ত করার কথা। কিন্তু আজ অবধি নজর পড়েনি পূর্ত্ত দপ্তরের। বৃষ্টিতে জল জমে স্থানীয় মানুষজনের পথ চলাই দু:সাধ্য হয়ে পড়েছে।