নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে ।। কোলকাতাস্থিত মার্কিন দূতাবাসের কনসাল জেনারেল ক্রেগ হল মূখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন। শুক্রবার দুপুরে মার্কিন দূতাবাসের কনসাল জেনারেল এসে মহাকরণে মূখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকার করেন। পরে মূখ্যমন্ত্রী ক্রেগ হলের হাতে একটি স্মারক উপহার তুলে দেন।