নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে ।। পশ্চিমবঙ্গে কংগ্রেস-CPI(M) জোটকে কেন্দ্র করে ইতিমধ্যেই কংগ্রেসে ভাঙ্গন পর্ব শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে বাম কংগ্রেস জোট করা হয়েছে কংগ্রেসের নীতি বিসর্জন দিয়ে। বিশালগড় জেলা কংগ্রেস কমিটির সভাপতি অভিষেক দেব সহ ২১ জন বিভিন্ন পদাধিকারীরা রবিবার কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন।