বউ বদল কেলেঙ্কারি ভারতীয় নৌবাহিনীতে

nbজাতীয় ডেস্ক ।। নিজের স্ত্রী বদল করার গুরুতর অভিযোগ ওঠেছে কয়েকজন ভারতীয় নৌবাহিনী অফিসারের বিরুদ্ধে। নিজের স্ত্রীকে সহকর্মী বা জুনিয়রের হাতে তুলে দিয়ে সহকর্মী বা জুনিয়রের স্ত্রীকে আপন করে নেন এ সব অফিসাররা। যুদ্ধজাহাজ আইএনএস কোচিতে কর্মরত এক নৌসেনা অফিসারের ডিভোর্সি স্ত্রী এমনই অভিযোগ করেছেন। অভিযোগটি প্রথম সামনে আসে ২০১৩ সালের শুরুর দিকে। তবে ভারতের সুপ্রিম কোর্ট নতুন করে অভিযোগটির তদন্তের নির্দেশ দিলে বিষয়টি আবার সামনে আসে। অভিযোগকারী জানান, তিনি তার স্বামীকে এক সিনিয়র অফিসারের স্ত্রীয়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখেছিলেন। বিষয়টির প্রতিবাদ করায় সিনিয়র অফিসারের স্ত্রী তাকে চড় মারেন। হুমকি শাসানি দেন। তাকেও নাকি বলা হয় ওই সিনিয়র অফিসারের সঙ্গে যৌন সম্পর্ক করতে। কথা না শুনলে তার ফল খুব খারাপ হবে বলে হুমকি দেন সিনিয়র অফিসারের স্ত্রী। স্বামীর সহকর্মী এবং সিনিয়র অফিসাররা তার শ্লীলতাহানি করেছিলেন বলেও অভিযোগ করেন তিনি। এ বিষয়ে কোচির হারবার থানায় তিনি অভিযোগ দায়ের করেন। পরে প্রতিরক্ষা মন্ত্রী এ কে অ্যান্টনি বিষয়টির কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। কিন্তু ভারতীয় নৌবাহিনীর পক্ষে থেকে জানানো হয় অভিযোগের কোনও ভিত্তি নেই। নৌসেনা অফিসারদের মধ্যে স্ত্রী বদল করার ঘটনা খুবই সাধারণ হয়ে উঠেছে। কেউ চাকরিতে টিকে থাকতে, কেউ উন্নতি করতে আবার কেউ স্বেচ্ছায় স্ত্রী বদলে রাজি হয়ে যান বলে ওই মহিলার দাবি। নৌবাহিনীর বিভিন্ন গেট টুগেদার বা পার্টিতেই এই ধরনের ঘটনা বেশি ঘটে বলে তার অভিযোগ। সংশ্লিষ্ট অনেকেই বলছেন ‘ওয়াইফ সোয়্যাপ’ বা স্ত্রী আদান-প্রদান নাকি নতুন কোন ঘটনা নয় ভারতীয় বিভিন্ন বাহিনীতে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*