মাত্র ১২ বছর বয়সেই উচ্চমাধ্যমিক পাস

rjsজাতীয় ডেস্ক ।। মাত্র ১২ বছর বয়সেই উচ্চমাধ্যমিক পাস করে নজির গড়ল রাজস্থানের বিস্ময়বালক আভাস শর্মা। মোট ৬০০ নম্বরের মধ্যে ৩২৫ পেয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে সে। যে বয়সে শিশুরা খেলাধুলা নিয়ে মেতে থাকে, সেই বয়সে অসাধারণ মেধা প্রদর্শন করে কনিষ্ঠতম পরীক্ষার্থী হিসেবে রাজস্থান মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চমাধ্যমিক পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হলো বছর বারোর আভাস। সোমবার সন্ধ্যায় ফল প্রকাশের পর থেকে শুভানুধ্যায়ীদের অভিনন্দনে ভেসে যাচ্ছে এ বালক। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সে জানিয়েছে, আমার ওপর কোনো চাপ ছিল না। বরাবর বাবা-মা ও শিক্ষকদের সমর্থন পেয়েছি। শুধু পরীক্ষার আগের রাত জেগে পড়তাম। পরীক্ষায় সাফল্য সম্পর্কে নিশ্চিত ছিলাম। ২০০৩ সালের ২৬ অাগস্ট আভাসের জন্ম। দু’বছর আগে মাত্র ১০ বছর বয়সে দশম শ্রেণির পরীক্ষায় পাস করে চমকে দিয়েছিল সে। ওই পরীক্ষায় মোট ৬২% নম্বর পায় আভাস। মজার কথা, তার চেয়ে ২ বছরের ছোট ভাই আরিয়ান বর্তমানে চতুর্থ শ্রেণির ছাত্র। আভাস জানিয়েছে, সাড়ে তিন বছর বয়সে নিজের বাবার তৈরি দুর্গাপুরার আভাস পাবলিক স্কুলের প্রথম শ্রেণিতে সে ভর্তি হয়। তার জন্মের এক বছর পর স্কুলটি তার বাবা চালু করেন বলে জানা গেছে। ভবিষ্যতে ডাক্তারি নিয়ে পড়তে চায় এই মেধাবী বালক। তবে তার জন্য আবশ্যিক প্রি মেডিক্যাল টেস্ট দিতে তাকে ৫ বছর অপেক্ষা করতে হবে। মেডিক্যাল বোর্ডের নিয়ম অনুযায়ী, ওই পরীক্ষায় অবতীর্ণ হওয়ার ন্যূনতম বয়স ১৭ বছর হতে হবে। আভাসের ইচ্ছাপূরণ করতে এ নিয়মের ব্যতিক্রম ঘটানোর জন্য আদালতের দ্বারস্থ হয়েছে আভাসের পরিবার। তবে সেই সমস্যার সমাধান হওয়ার আগে আপাতত কলেজে ভর্তি হয়ে স্নাতক পর্যায়ের পড়াশোনা ও পরীক্ষা দেয়ার ওপরই জোর দিতে চাচ্ছেন তারা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*