নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মে ।। আগামী ২৫শে মে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় পালিত হবে নানা অনুষ্ঠান। তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং খোয়াই পুর পরিষদের যৌথ উদ্যোগে খোয়াই মহকুমাতেও পালিত হবে নজরুল জন্মজয়ন্তী। এ উপলক্ষ্যে লালছড়ায় নজরুল মূর্তির পাদদেশে প্রভাতী অনুষ্ঠান সহ কবির মর্মর মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন শুক্লা সেনগুপ্ত সহ বিশিষ্ট জনেরা। সন্ধ্যায় সুভাষপার্কস্থিত মোহর মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হবে নজরুল প্রনাম অনুষ্ঠান।