১০ জুলাই, ২০১৪ ।। “নিউজ আপডেট অব ত্রিপুরা”-র একবছর পূর্তির পূন্যলগ্নে সকল পাঠকদের জানাই আন্তরিক ভালোবাসা। “নিউজ আপডেট অব ত্রিপুরা” যাত্রা শুরু করেছিল ১০ জুলাই, ২০১৩ থেকে। সময়ের বিচারে খুব বেশি না হলেও অগণিত পাঠক যে ভাবে সাড়া দিয়েছেন তাতে “নিউজ আপডেট অব ত্রিপুরা” কৃতজ্ঞ।
আরো একটা সুখবর- “নিউজ আপডেট অব ত্রিপুরা” ওয়েবে রূপান্তরিত হয়েছে। এখন আপনি পৃথিবীর যেখানেই থাকুন www.newsupdateoftripura.com -এ ক্লিক করলেই খুলযা সিম সিম অর্থাৎ হাজির “নিউজ আপডেট অব ত্রিপুরা”-র খবরের ভুবন।
“নিউজ আপডেট অব ত্রিপুরা”-র জন্মদিনে আপনারা আশীর্বাদ করবেন যাতে “নিউজ আপডেট অব ত্রিপুরা” সকলের হৃদয়ে স্থান করে নিতে পারে।