গোপাল সিং, খোয়াই, ১৮ মে ।। জলে ডুবে মর্মান্তিক মৃত্যু এক শিশুর। রুবেল মুন্ডা নামে ৬ বছরের ঐ শিশু বাঁধ থেকে পা ফসকে গভীর জলে পড়ে যায়। পরিবারের লোকজনের অলক্ষ্যে দূর্ঘটনাটি হওয়ায় শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি। ঘটনা মঙ্গলবার সকাল আনুমানিক ৭টা নাগাদ, খোয়াই থানাধীন পূর্ব গনকী এলাকায়। মৃত শিশুর পিতার নাম ধনিরাম মুন্ডা। ছেলের মৃত্যুর খবরে অসুস্থ হয়ে পড়েন শিশুটির জননী। মা ও শিশুকে নিয়ে যাওয়া হয় খোয়াই জেলা হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষনা করেন। তবে শিশুটির মা হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। তিনি প্রতিনিধিকে জানালেন মঙ্গলবার সকালে একসাথেই খাওয়া-দাওয়া করেন মা-ছেলে। কিন্তু তারপরই সবার অলক্ষ্যে এলাকার একজন লোকের পিছু নেয় শিশুটি। ঐ লোকটি গবাদি পশু চড়াতে যান বাঁধের আশাপাশ এলাকায়। কিন্তু তারপর লোকটি ফিরে আসলেও শিশুটি বাড়ী ফিরেনি। তারপরই টনক নড়ে পরিবারের লোকজনের। খোঁজ নিয়ে জানা যায় বাঁধের পাশেই শেষবার দেখা গিয়েছিল রুবেলকে। তারপর সেই বাঁধের জলেই মৃত শিশুটির দেহের সন্ধান মিলে।