দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ২১ মে ।। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০১৬ সালের উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগের পরীক্ষার ফল প্রকাশিত হতেই রাজ্য জুড়ে বিজ্ঞানের পরীক্ষার্থীদের মধ্যে ব্যাপক তৎপরতা শুরু হয় ফলাফল জানতে। উল্লেখ্য, এই প্রথম দ্বাদশের কোনো একটি বিভাগের ফল আলাদাভাবে প্রকাশিত হয়েছে। ফলপ্রকাশে দ্বাদশে সাবেকি পদ্ধতিও পাল্টে গেছে – প্রবর্তিত হয়েছে গ্রেড পদ্ধতি। ২০১৬ সালের বিজ্ঞান বিভাগে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩৩১৯ জন, কৃতকার্য হয়েছে ২৭০২ জন, অকৃতকার্য হয়েছে ৬১৭ জন। পাশের হার ৮১.৪১ শতাংশ।