দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ২৩ মে ।। সম্প্রতি কেরালার ভোট পর্বে এক বিজেপি সমর্থকের খুনের পেছনে CPI(M)-র হাত রয়েছে। এই অভিযোগে দিল্লীর বিজেপি অনুগামীরা দিল্লীস্থিত CPI(M) দপ্তরে বড় মাপের হামলা চালিয়ে ভাঙচুর করেছে। যদিও CPI(M) কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপি’র অভিযোগ অস্বীকার করেছে। সোমবার দিল্লীর CPI(M) কার্যালয়ে বিজেপি’র হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সদর বিভাগীয় CPI(M) কমিটি শহরে বিক্ষোভ মিছিলের আয়োজন করে। প্যারাডাইস চৌমুহনী থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল।