ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের ঐতিহ্য অক্ষত রইল

tbse1দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ২৩ মে ।। বিজ্ঞানের ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ একেবারে নতুন আঙ্গিকে যাত্রার শুরুতেই হোঁচট নয় একেবারে ভূপাতিত হয়েছে। মেধাবী বিজ্ঞানের পরীক্ষার্থীরা পর্ষদের দায়িত্বজ্ঞানহীন কান্ডে নাকানিচোবানী খেয়েছে সন্দেহের অবকাশ নেই। অবশ্য ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের ফল প্রকাশে প্রতিবছরই ছোট বড় দুর্ঘটনার সাক্ষী রাজ্যের পড়ুয়ারা। ২০১৬ সালের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের বিজ্ঞানের ফলে পরীক্ষার্থীদের অজ্ঞান হওয়ার উপক্রম। রাজ্যজুড়ে শিক্ষিতমহলে সমালোচনা শুরু হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের দায়সারা কর্মকাণ্ডের – ভুলের মাশুল হিসেবে জবাবদিহির ক্ষেত্রে মৌনব্রত পালনই শ্রেয় – তাই করছে মধ্যশিক্ষা পর্ষদ। “নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম”-র তরফে পর্ষদ সভাপতিকে ফোন মারফৎ প্রশ্ন করা হয়েছিল – পরিস্থিতি কোন পর্যায়ে, খুব সংক্ষিপ্ত উত্তরে পর্ষদ সভাপতি মিহির কান্তি দেব শুধু বলেছেন স্কুলে স্কুলে মার্কশীট চলে গেছে – মার্কশীটে যার ভাগ্যে যা দেয়া আছে তাই সঠিক। প্রশ্ন করার আগেই ঐ প্রান্তের নিশব্দ পরিস্থিতিতে বুঝতে অসুবিধা হয়নি বিজ্ঞানের ত্রয়োস্পর্শের ঘটনায় মধ্যশিক্ষা পর্ষদ দোষ ঢাকতে কালক্ষেপনের কৌশল নিয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*