রাজীব সাহা, আগরতলা, ২৪ মে ।। পথ দুর্ঘটনার কারনে শিশু মৃত্যুর জন্য সোমবার পথ অবরোধ করলেন গ্রামবাসী। লেফুঙ্গা থানাধীন বাগবাড়ী স্কুল সংলহ্ন লেম্বুছড়া – দূরগবাড়ি রাস্তায় পথ দুর্ঘটনায় প্রথম শ্রেণীর ছাত্রী রেবিকা দেববর্মার (৬) মৃত্যুর ঘটনকে কেন্দ্র করে গ্রামবাসী সহ এলাকার মানুষ ক্ষোভে আগরতলা – মোহনপুর প্রধান রাস্তার রবিকুমার স্কুল চৌমুহনীতে পথ অবোরোধ করেন। পথ অবরোধকারীদের দাবী ছিল অভিশপ্ত গাড়িটিকে চিহ্নিত করে চালকের কঠোর শান্তি দেওয়া। প্রায় ৪ ঘন্টা পথ অবরোধ করে রাখে আগরতলা – মোহনপুর প্রধান রাস্তা। পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পশ্চিম জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকগণ।