রাজীব সাহা, আগরতলা, ২৪ মে ।। ধলাই জেলার গন্ডাছড়া ও গঙ্গানগরের ১৬৫ জন INPT থেকে দল ত্যাগ করে যোগ দিল IPFT তে। মঙ্গলবার আগরতলা প্রেসক্লাবে IPFT আহুত এক সাংবাদিক সন্মেলনে জীবনজয় রিয়াং এর নেতৃত্বে ১৬৫ জন IPFT ছেড়ে যোগ দিলেন INPT তে। প্রেসক্লাবে নব আগতদের হাতে দলীয় পতাকা তুলে বরণ করে নেয় IPFT সভাপতি এন সি দেববর্মা সহ জীবনজয় রিয়াং।