রাজীব সাহা, আগরতলা, ২৪ মে ।। রাজ্যে প্রায় প্রতিদিনই বেড়ে চলেছে পথ দুর্ঘটনা। মঙ্গলবার এক পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে ২৩ বছরের এক যুবক। জানাযায়, নতুন নগরের বাসিন্দা বুলা সাহা (২৩) মহারাজগঞ্জ বাজারে বাজার করতে আসার সময় লেচুবাগান এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গুরুতর আহত হয়। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আসে বুলা সাহাকে জি বি হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে যুবকটি হাসপাতালে চিকিৎসাধীন।