শীঘ্রই সব ঠিক হয়ে যাবে সীমান্তে পাক হামলা : নরেন্দ্র মোদি

etx-modi-on-robert-vadra-spনয়াদিল্লি, ০৮ অক্টোবর ।। পাকিস্তানের লাগাতার যুদ্ধবিরতি ভেঙে সীমান্তে নির্বিচার আক্রমণ নিয়ে বিরোধীদের সমালোচনার মুখে অবশেষে মুখ খুললেন নরেন্দ্র মোদি। তাঁর সংক্ষিপ্ত মন্তব্য, শীঘ্রই সব ঠিক হয়ে যাবে! আজ বায়ুসেনা দিবসে বিমানবাহিনীর প্রধান অরূপ রাহা আয়োজিত ‘অ্যাট হোম’ অনুষ্ঠানে তিনি একথা বলেন
প্রধানমন্ত্রী এ ব্যাপারে আর কিছু বলেননি।তবে সরকারি সূত্রে বলা হচ্ছে, ‘একেবারে বিনা প্ররোচনায়’ হামলা চালিয়েছে পাকিস্তান।ভারত এর জোরালো জবাব দেবে এবং ওপক্ষ আক্রমণ থেকে বিরত না হওয়া পর্যন্ত জবাব দিয়ে যাবে।পাকিস্তান যে ‘জোরজবরদস্তি, বলপূর্বক কূটনীতি’র কৌশল নিয়েছে, ।তার কাছে মাথা নোয়াবে না ভারত।পাক হামলার উপযুক্ত জবাব দেবে।এই প্রেক্ষাপটেই দেখা হচ্ছে মোদির মন্তব্যকে।
সরকারের একেবারের সর্বোচ্চ স্তরের কয়েকটি সূত্রে বলা হচ্ছে, একমাত্র পাকিস্তান আন্তরিক হলেই আলোচনা সম্ভব।পাকিস্তান রাষ্ট্রসংঘের হস্তক্ষেপের জন্য সওয়াল করলেও ভারত তা মানবে না।কোনও তৃতীয় পক্ষের মধ্যস্থতা বরদাস্ত করবে না নয়াদিল্লি।
ভারতও যে নির্বিচার পাক হামলার জবাব দিচ্ছে, সেকথা বিবেচনায় রেখে সূত্রটি পাক মিডিয়ার খবর উদ্ধৃত করে জানিয়েছে, পাকিস্তানেও গত দুদিনে ৩৫ জন নিহত হয়েছে।গতকাল ২০ জন, তার আগের দিন ১৫ জন! অর্থাত ভারতও চুপচাপ মার খাচ্ছে না, মার দিচ্ছে! অবশ্য পাক মিডিয়ার তত্যের সত্যাসত্য কোনও নিরপেক্ষ মহল থেকে যাচাই করে দেখা সম্ভব হয়নি।
নয়াদিল্লির সূত্রটি বলেছে, পাকিস্তানকে হামলা বন্ধ করতে হবে।আমরা এখনও পর্যন্ত স্রেফ আত্মরক্ষা করছি, সার্বভৌমত্ব রক্ষা করছি উত্তেজনার আবহাওয়া কিন্তু আমরা তৈরি করিনি কাজে কাজেই সুর নরম করে মিইয়ে যাওয়ার প্রশ্নও ওঠে না।তাহলে কি দীর্ঘস্থায়ী সংঘর্ষের দিকে এগচ্ছে পরিস্থিতি? সূত্রটির বক্তব্য, পাকিস্তান বিরত না হলে ভারত কিন্তু লাগাতার সংঘর্ষের জন্য তৈরি হয়ে রয়েছে।।
সৌজন্যে এবিপি নিউজ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*