নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৮ অক্টোবর ।। রাজধানীতে পেট্রোল শূন্যতা নিয়ে বেশ কিছু দিন ধরে তীব্র ক্ষোভে ফুঁসছেন ভোক্তারা। বেশ কিছু দিন ধরেই আগরতলা সহ গোটা রাজ্যে পেট্রোল শূন্যতা নিয়ে তীব্র সংকট দেখা দিয়েছে। খাদ্য মন্ত্রী ভানুলাল সাহা বলেন সোনারপুরে ধস নামার কারনে শিলং-এ প্রায় ২৫/২৬ টি পেট্রোল ট্যাংকার আটকে গেছে। তাই এই পেট্রোল ট্যাংকার না আসা পর্যন্ত জ্বালানি সংকট থেকেই যাবে, সরকার এ ব্যাপারে নিরুপায়। অপরদিকে পেট্রোল শূন্যতাকে কাজে লাগিয়ে কালো বাজারিরা লিটার প্রতি পেট্রোল বিকচ্ছে ১০০ টাকা থেকে ১২০ টাকা পর্যন্ত। এদিকে এসইউসিআই এক বিবৃতিতে বলেছে, রাজ্যে এভাবে জ্বালানি সংকট চলতে থাকলে আগামীদিনে খাদ্য সংকটও দেখা দেবে, বাড়বে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। ফলে সব মিলিয়ে রাজ্যে জ্বালানি সংকট বিপজ্জনক মোড় নিতে চলছে।