মহিলা সংক্রান্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহনের দাবীতে CPI(M)-র স্মারকলিপি প্রদান

scamগোপাল সিং, খোয়াই, ২৭ মে ।। সিপিআই(এম) মহকুমা কমিটির পক্ষে গভীর উদ্বেগ প্রকাশ করে খোয়াই শহর এবং শহরতলীর বিভিন্ন এলাকাগুলিতে মহিলাদের উপর অপরাধমুলক নানাবিধ ঘটনা ক্রমশ বৃদ্ধি পাওয়ার জন্য এবং গত দুই মাসে বেশ কয়েকটি ধর্ষন, শ্লীলতাহানী এবং বধু নির্যাতনের মামলা খোয়াই মহকুমার থানাগুলিতে লিপিবদ্ধ হবার কারনে এবং মহিলাদের ব্যভহার করে অসামাজিক কার্যকলাপের উর্দ্ধমুখী ঘটনা সহ অবিলম্বে মহিলা সংক্রান্ত যাবতীয় মামলায় দোষীদের গ্রেপ্তার ও অসামাজিক কর্যকলাপের বিরুদ্ধে প্রয়োজনীয় পুলিশি পদক্ষেপ গ্রহন করার জন্য খোয়াই জেলা পুলিশ সুপার জয়ন্ত চক্রবর্তীর নিকট স্মারকলিপি প্রদান করল সিপিআই(এম) মহকুমা কমিটির ৬ সদস্যক এক প্রতিনিধি দল। এদিনকার ডেপুটেশন প্রদানকারী প্রতিনিধি দলে ছিলেন সিপিআই(এম) মহকুমা সম্পাদকমন্ডলীর সদস্যদ্বয় নির্মল বিশ্বাস ও বিদ্যুৎ ভট্টাচার্য্য, সিপিআই(এম) সুভাষপার্ক ও খোয়াই অঞ্চল সম্পাদক পলাশ ভৌমিক ও গৌতম পাল সহ অন্যান্যরা। এদিন সিপিআই(এম) নেতৃত্বরা জেলা পুলিশ সুপারের কাছে জোড়ালো দাবী জানান মহিলা সংক্রান্ত অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহন করার জন্য। ইদানিংকালে দু-দুটি মহিলা সংক্রান্ত মামলা খোয়াই থানায় লিপিবদ্ধ হয়েছে। একটি উত্তর সিঙ্গিছড়া গ্রামে অপরটি খোয়াই মরানদী এলাকার।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*