গোপাল সিং, খোয়াই, ২৭ মে ।। পশ্চিমবঙ্গে দ্বিতীয়বার তৃণমূল জয় লাভ করে বিধানসভা দখলের পর রাজ্য তৃণমূল নেতা কর্মীরা বেজায় খুশি। তারই অঙ্গ হিসেবে শুক্রবার বিকেলে খোয়াই ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে খোয়াই শহরে সুসজ্জিত এক বিজয় মিছিল করা হয়। তৃণমূল নেতা, কর্মী ও সমর্থকরা দীর্ঘ পথ পরিক্রম করে ঢাক ঢোল বাজিয়ে। খোয়াই তৃণমূল ভবন থেকে মিছিলটি বের হয়ে সুভাষ পার্ক, পুরাতন বাজার, দুর্গানগর হয়ে পূনরায় সুভাষ পার্কে মিলিত হয়। মিছিল শেষে খোয়াই সুভাষ পার্কস্থিত কোহিনূর প্রাঙ্গনে বিজয় সমাবেশ করা হয়।