দুবাইয়ে ভারতীয় নবদম্পতির ঘনিষ্ঠ মুহূর্ত ক্যামেরাবন্দি করে ব্ল্যাকমেল করায় গ্রেফতার পাকিস্তানি চালক

bkmআন্তর্জাতিক ডেস্ক ।। দুবাইয়ে হনিমুনরত ভারতীয় দম্পতির ঘনিষ্ঠতার ছবি গোপনে ক্যামেরাবন্দি করে তাঁদের ব্ল্যাকমেল করার অভিযোগে এক পাকিস্তানি গাড়িচালককে গ্রফতার করা হয়েছে। অভিযোগ, ওই নবদম্পতি দুবাইতে চারদিনের জন্য মধুচন্দ্রিমায় যান। সেখানে তাঁরা একটি লিমুজিন ভাড়া করেন। অভিযোগ, শহর ঘোরানোর সময়ে গাড়ির মধ্যেই দম্পতির ঘনিষ্ঠ মুহূর্তের দৃশ্য গোপন ক্যামেরায় তুলে নেয় এমএস নামে বছর আঠাশের ওই চালক। পরে, স্বামীর মোবাইলে হোয়াটসঅ্যাপে ওই দৃশ্যের অংশ পাঠিয়ে ২ হাজার দিরহাম (ভারতীয় মুদ্রায় সাড়ে ৩৬ হাজার টাকা) দাবি করে। অভিযোগ, টাকা না দেওয়া হলে ওই ক্লিপিংস সে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেবে বলেও হুমকি দেয় ওই চালক। ওই দম্পতি গোটা ঘটনাটি তাঁদের এক দুবাই-নিবাসী বন্ধুকেও জানায়। সেই বন্ধুর সঙ্গে তাঁরা গিয়ে পুলিশের কাছে চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। এই ঘটনার দুদিন পর, টাকা নিতে হোটেলে গেলে তাকে গ্রেফতার করে পুলিশ। জেরায় অপকর্মের কথা স্বীকার করে নেয় ওই চালক। তার বিরুদ্ধে ব্ল্যাকমেল করা, প্রযুক্তির মাধ্যমে অন্যের ব্যক্তিগত জীবনে অনধিকার প্রবেশ, শ্লীলতাহানি এবং হুমকির অভিযোগ দায়ের করেছে পুলিশ। তথ্যসূত্র – এবিপি নিউজ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*