শান্তনু চক্রবর্তী, আগরতলা, ০৮ অক্টোবর ।। পঞ্জিকা মতে বুধবার দুপুর ২টা ৪৫ মিনিট থেকে চন্দ্রগ্রহন শুরু হয়। এই চন্দ্রগ্রহন বিকাল ৩টা ৫৫ মিনিট নাগাদ পূর্ণগ্রাস হয়ে সন্ধ্যা ৬টা ৫ মিনিট নাগাদ গ্রহনের সমাপ্তি ঘটে। দেশের বেশ কিছু অঞ্চলে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহন খন্ডগ্রাস রূপে দেখা গেছে। পঞ্জিকা মতে রাজধানী আগরতলায় বিকাল ৫টা ৩ মিনিট থেকে ৬টা ৫ মিনিট পর্যন্ত প্রায় এক ঘন্টা দুই মিনিট খন্ডগ্রাস চন্দ্রগ্রহন দেখা গেছে। অর্থাৎ গ্রহনের শেষ পর্ব আগরতলায় দেখা গেছে। আগরতলা ছারাও উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে শিলচর, শিলং, এবং গুয়াহাটি থেকেও চন্দ্রগ্রহন দেখা গেছে।
শান্তনু চক্রবর্তীর তোলা ছবি।