নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০১ জুন ।। জুন মাসের তৃতীয় সপ্তাহে রাজ্যে ব্রডগেজ ট্রেন পরিষেবা শুরু হবে। দূরপাল্লার আগরতলা-দিল্লী এবং আগরতলা-কোলকাতার মধ্যে রেল পরিষেবা শুরু করা হবে। বুধবার মহাকরণে পরিবহণ মন্ত্রী মানিক দে সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি জানানা, যত দ্রুত রাজ্যে ব্রডগেজ রেল পরিষেবা শুরু করা যায় এজন্য রাজ্য সরকারের পক্ষ্ থেকে রেল দপ্তরকে বলা হয়েছে। এছাড়াও মিটারগেজ লোক্যাল ট্রেনের মতো ব্রডগেজেও আগরতলা-ধর্মনগর লাইনে দুটি লোক্যাল ট্রেন চালু করার দাবীও রাজ্য সরকারের পক্ষ থেকে করা হয়েছে। আগামী কিছু দিনের মধ্যে আগরতলা-আখাউড়া রেলপথের জমি অধিগ্রহনের কাজও শুরু করা হবে বলে পরিবহণ মন্ত্রী সাংবাদিকদের জানান।