নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০১ জুন ।। দু’দিনের সফরে আগরতলায় এলেন উত্তর-পূর্ব সীমান্ত রেল এবং সীমান্ত রেল নির্মাণের জি এম হরজিৎ কুমার জাগ্গি। তিনি রাজ্যে রেল পরিষেবা নিয়ে মহাকরণে মূখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। বুধবার মহাকরণে উত্তর-পূর্ব সীমান্ত রেল এবং সীমান্ত রেল নির্মাণের জি এম হরজিৎ কুমার জাগ্গি ও রেল দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকবৃন্দ সাংবাদিকদের বলেন, বৃষ্টির ফলে মাটি নরম হওয়ায় কিছু কিছু স্থানে মাটি ধ্বসে যায়। ফলে রেল ট্র্যাকেও কিছু সমস্যা দেখা দেয়। আশা করা হচ্ছে কয়েক দিনের মধ্যেই এই সমস্যাগুলো দূর হয়ে যাবে এবং চলতি মাসের মাঝামাঝি সময়ে ট্রেন চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানও করা যাবে। তিনি আরোও বলেন, উনার এখানে আসার আরেকটি কারন হল আগরতলা-উদয়পুর নির্মীয়মাণ রেলপথের কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করা।