দু’দিন ব্যাপী উত্তর-পূর্বাঞ্চল কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশনের কনফারেন্সের পরিসমাপ্তি

nercpa nercpa.jpg1 nercpa.jpg2নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০১ জুন ।। গোটা উত্তর-পূর্বাঞ্চলের সামগ্রিক বিকাশকে মূল বিষয়কে সামনে রেখে আগরতলায় মঙ্গলবার শুরু হওয়া দু’দিন ব্যাপী ১৫তম বার্ষিক উত্তর-পূর্বাঞ্চল কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশনের কনফারেন্সের পরিসমাপ্তি ঘটল বুধবার। পরিসমাপ্তি অনুষ্ঠানে রাজ্যের রাজ্যপাল তথাগত রায়, শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী, মেঘালয় বিধানসভার অধ্যক্ষ আবু তাহের মন্ডল, রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর, অধ্যক্ষ, সচিবগণ, পরিষদীয় মন্ত্রী এবং উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের বিধানসভাসমূহের অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং কয়েকজন লোকসভা ও রাজ্যসভার সদস্য সদস্যা এবং বিধানসভার সদস্য সদস্যাগণ উপস্থিত ছিলেন।
রাজ্যপাল তথাগত রায় তাঁর ভাষণে বলেন, উত্তর-পূর্বাঞ্চল দেশের একটি বৃহত্তর অংশ। উত্তর-পূর্বাঞ্চলের বিকাশ ত্বরান্বিত হলে দেশ সমৃদ্ধ হবে। দেশের গনতন্ত্র নিয়েও তিনি বিস্তারিত আলোচনা করেন পাশাপাশি সংসদীয় গণতন্ত্রের জন্য রাজ্যপাল গর্ববোধ করেন বলে জানিয়েছেন।
পরিষদীয় মন্ত্রী তপন চক্রবর্তী বলেন, দেশের সব অঞ্চলের সার্বিক বিকাশের উপরই নির্ভর করছে আমাদের সংসদীয় গণতন্ত্রের ভিত। সমস্ত অঞ্চলের মানুষের কল্যাণই আমাদের সংসদীয় গণতন্ত্রের লক্ষ্য।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*