নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০১ জুন ।। ‘বিপর্যয় ঝুঁকি মোকাবেলার জন্য সানডাই কাঠামো ২০১৫-৩০’ শীর্ষক একদিনের রাজ্য ভিত্তিক আলোচনাচক্র অনুষ্ঠিত হয় গুরখাবস্তিস্থিত প্রজ্ঞাভবনে। সানডাই জাপানের একটি শহর। এখানে ২০১৫ সালের ১৪ থেকে ১৮ মার্চ ভারত সহ ১৮৭টি দেশের প্রতিনিধিদের নিয়ে বিপর্যয় ঝুঁকি মোকাবেলার জন্য সানডাই কাঠামো ২০১৫-৩০ প্রস্তাব গৃহীত হয়। উদ্দেশ্য হল প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট বিপর্যয়ের হাত থেকে আগামী ১৫ বছরে অর্থনৈতিক, সাংস্কৃতিক, প্রাকৃতিক এবং পরিবেশগত সম্পত্তি সহ জীবন ও জীবিকার ক্ষয়ক্ষতি হ্রাস করা। বুধবার প্রজ্ঞাভবনে রেভেনিও দপ্তর আয়োজিত একদিনের রাজ্য ভিত্তিক এই আলোচনাচক্রে উপস্থিত ছিলেন মূখ্যমন্ত্রী মানিক সরকার, রাজস্বমন্ত্রী বাদল চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা, মুখ্য সচিব যশপাল সিং, রেভেনিও দপ্তরের সেক্রেটারি পুনিত আগারবাল সহ অন্যান্যরা। এই আলোচনাচক্রে BSF, CRPF, TSR, আর্টিলারি, অগ্নি নির্বাপক সহ বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকগণ এবং স্বেচ্ছাসেবকগণ ও ইন্ডিয়ান রেডক্রস সোসাইটির প্রতিনিধিগণ অংশ নেন।