নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০২ জুন ।। ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল আগামী ৪ঠা জুন বিকেলে ৫টায় প্রকাশিত হবে। ফলাফল জানা যাবে www.tbjee.nic.in, www.tripuraresults.nic.in এই ওয়েব সাইটে। পাশাপাশি ত্রিপুরা জয়েন্টের ফলাফল জানতে মোবাইল থেকে টাইপ করুন TBJEE এরপর Space দিয়ে চার ডিজিটযুক্ত এন্রোলমেন্ট নম্বর টাইপ করে পাঠাতে হবে 7738299899 নম্বরে।