গোপাল সিং, খোয়াই, ০২ জুন ।। এক দরিদ্র দিন মজুর শ্রমিককে পুলিশের সামনেই পিটিয়ে হত্যা করল এক ব্যাবসায়ী ও এক কতিপয় গাড়ী শ্রমিক। মঙ্গলবার এক নারকীয় ঘটনা প্রত্যক্ষ করল খোয়াইবাসী। মৃত ব্যাক্তির নাম নিকুঞ্জ বর্মণ (৩০)। বাড়ী খোয়াই লালছড়া এলাকায়। জানাযায়, মঙ্গলবার নিকুঞ্জ বর্মণ তার মা হেমলতা বর্মণের চোখ অপারেশন করতে আগরতলায় যান। চোখ অপারেশনের পর সে যোগেন্দ্রনগর শ্বশুরবাড়িতে যায় স্ত্রীকে আনতে। স্ত্রী না আসায় সন্ধ্যায় বাসে খোয়াই আসার সময় ভাড়া নিয়ে বাস কন্ডাক্টারের সাথে বিবাদ হয়। এরপর খোয়াই এসে নিকুঞ্জ নৃপেন চক্রবর্তী এভিনিউতে নামতে চাইলে সেখানে না নামিয়ে পুরানবাজার থানা সংলগ্ন স্ট্যান্ডে নিয়ে আসে। সেখানে ক্ষুদিরাম বসুর মূর্তি সংলগ্ন স্থানে পুলিশের সামনেই পিটিয়ে প্রায় আধমরা করে। পরে পুলিশ মৃতপ্রায় নিকুঞ্জকে খোয়াই হাসপাতালে নিয়ে আসে। বুধবার সকালে নিকুঞ্জ বর্মণের মৃত্যু হয়।
এই ঘটনার পর খোয়াই ব্লক কংগ্রেস, খোয়াই ব্লক তৃণমূল কংগ্রেস এবং প্রদেশ কংগ্রেসের তরফে তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।