জাতীয় ডেস্ক, ০৯ অক্টোবর ।। আজ ভারতে এসেছেন ফেসবুক সিইও মার্ক জুকারবাগ। প্রধানমন্ত্রীর সঙ্গেও সাক্ষাত করেন তিনি। ইন্টারনেট ডট ওরজি (internet.org) সামিটে যোগ দিতে প্রথম ভারত সফরে এসেছেন।
৯ ও ১০ অক্টোবর নয়া দিল্লিতে অনুষ্ঠিত হবে ইন্টারনেট ডট ওরজি (internet.org) সামিট। ‘জনসংযোগ মানুষের অধিকার’ প্রচারে ফেসবুক সহ আরও ছয় মোবাইল কোম্পানি ২০১৩ তৈরি করে Internet.org। পৃথিবীর সব জায়গায় ইন্টারনেট পৌঁচ্ছিয়ে দেওয়ার লক্ষ্যে ইতিমধ্যে জনপ্রিয় হয়ে ওঠে Internet.org।
স্যোশাল মিডিয়াতে এমনিতে জনপ্রিয় মোদী ম্যানিয়া। স্যোশাল মিডিয়ায় উত্সুক মোদীকে কাজে লাগাতে চান জুকারবার্গ। ভারতে দুশো মিলিয়ন মানুষ ইন্টারেনট ব্যবহার করে। কিন্তু জনসংখ্যা অনুযায়ী ফেসবুক অ্যাকাউন্ট অর্ধেক।
সৌজন্যে জি নিউজ।