নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৪ জুন ।। শিক্ষা জীবনের স্বপ্ন পূরনের ক্ষেত্রে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা পড়ুয়াদের নতুন দিগন্ত খুলে দিয়েছে। শনিবার, বিকেলে ৫টায় ত্রিপুরা বোর্ড অব জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (TBJEE) ফলাফল প্রকাশিত হয়েছে। ত্রিপুরা জয়েন্টের ফলাফল www.tbjee.nic.in এবং www.tripuraresults.nic.in এই ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছে। পাশাপাশি ত্রিপুরা জয়েন্টের ফলাফল জানতে মোবাইল থেকে TBJEE এরপর Space দিয়ে চার ডিজিটযুক্ত এন্রোলমেন্ট নম্বর টাইপ করে 7738299899 নম্বরে পাঠিয়েও ফলাফল জানা যায়।