ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়নের ২৪তম প্রতিষ্ঠা দিবসে রক্তদান শিবির

cpগোপাল সিং, খোয়াই, ০৪ জুন ।। ৪ঠা জুন ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়নের ২৪তম প্রতিষ্ঠা দিবস। ১৯৯৩ সালে আাগরতলায় এক কনভেনশনের মধ্য দিয়ে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। ২৩ বছর পেরিয়ে ২৪তম প্রতিষ্ঠা দিবসটি যথাযথ মর্যাদায় পালন করল সংগঠনের খোয়াই বিভাগ। প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে নানান কর্মসূচী রূপায়িত করার পর শনিবার ৪ঠা জুন টিএমএসইউ খোয়াই বিভাগীয় কার্য্যালয়ে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রায় ৩৫ জনের উপর স্বেচ্ছায় রক্তদান করেছেন। দিনের শুরুতেই সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদান করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সিআইটিইউ খোয়াই বিভাগীয় সম্পাদক নির্মল বিশ্বাস, সভাপতি বিপ্লবজ্যোতি ভট্টাচার্য্য, ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়নের বিভাগীয় সম্পাদক সহদেব মালাকার ও সভাপতি বিধূভূষন পাল সহ অন্যান্যরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*