দূরপাল্লার যাত্রী ট্রেনের উদ্বোধন আগামী ১৬ই জুন

ছবিঃ অভিষেক দেববর্মা।
ছবিঃ অভিষেক দেববর্মা।

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৫ জুন ।। বহু প্রতীক্ষার পর আগরতলা থেকে দূরপাল্লার যাত্রী ট্রেনের উদ্বোধন হতে যাচ্ছে আগামী ১৬ই জুন। আপাতত হাওড়া থেকে আগরতলা পর্যন্ত সপ্তাহে ১দিন করে চলার কথা রয়েছে এই ট্রেন। প্রতি সপ্তাহের মঙ্গলবার পশ্চিমবঙ্গের হাওড়া স্টেশন থেকে ছেড়ে বৃহস্পতিবার আগরতলায় আসবে এই বিশেষ ট্রেন। মোট ১৯টি কোচের এই ট্রেনটি মাসে শুধু চলবে ৩দিন। আগরতলা থেকে ছাড়বে ১৬, ২৩ ও ৩০ জুন এবং পশ্চিমবঙ্গের হাওড়া স্টেশন থেকে ছেড়বে ১৪, ২১ ও ২৮ জুন। জানাযায়, আগরতলা ও হাওড়া সহ মোট ১৩টি স্টেশনে দাঁড়াবে ট্রেনটি। আগামী ১৬ই জুন রেলমন্ত্রী সুরেশ প্রভাকর প্রভু আগরতলায় এসে দূরপাল্লার যাত্রী ট্রেনের উদ্বোধন করার কথা রয়েছে, সঙ্গে থাকবেন ত্রিপুরার মূখ্যমন্ত্রী মানিক সরকার। তবে এখনো চূড়ান্ত হয়নি দূরপাল্লার যাত্রী ট্রেন উদ্বোধনের বিষয়, কিছু দিনের মধ্যেই তা চূড়ান্ত হবার কথা রয়েছে বলে রেল সূত্রে খবর।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*