নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৭ জুন ।। ২৭শে মে থেকে ১০ই জুন পর্যন্ত ডোনার ডে – স্বচ্ছতা পক্ষ। সেই উপলক্ষে ৫ই জুন পূর্ত দপ্তর (পানীয় জল ও স্বাস্থ্য বিধান) –এর উদ্যোগে শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। সোমবার উমাকান্ত স্কুলের সামনে থেকে এই শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় উমাকান্ত স্কুল প্রাঙ্গনে এসে শেষ হয়।