দিদির দলে ৬ বিধায়ক

rcdদেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ০৭ জুন ।। সব জল্পনা কল্পনার অবসান হয়েছে। পশ্চিমবঙ্গের জোটে ত্রিপুরার কংগ্রেসে ভাঙ্গন পর্ব চূড়ান্ত হয়েছে মঙ্গলবার। ছয় আর সাতের গোলকধাঁধায় অঙ্কের সমীকরণ শেষ। বিগত বেশ কিছুদিন ত্রিউরা রাজ্যে কংগ্রেসে ফাইনাল ভাঙ্গন পর্ব নিয়ে রাজ্যের মানুষ উদগ্রীব অপেক্ষায় ছিলেন। মঙ্গলবার সংসদীয় রীতি অনুযায়ী মোট ৬ জন বিধায়ক কংগ্রেস ত্যাগ করার নথিপত্র তুলে দিয়েছেন বিধানসভার অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র দেববর্মার কাছে। উল্লেখ্য, প্রানজিৎ সিংহ রায় ও দিলীপ সরকার অনুপস্থিত ছিলেন।
তৃনমূলে যোগ দেয়ার শেষে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে দলের স্টিয়ারিং কমিটির চ্যায়ারমেন রতন চক্রবর্তী বলেছেন, বিধানসভা থেকে গোটা রাজ্যে এবার অন্য লড়াই শুরু হতে যাচ্ছে।
তৃনমূলে যোগ দেয়ার শেষে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সুদীপ রায় বর্মণ বলেন, কংগ্রেসের নীতি আদর্শের আত্মাহুতির পরিনতিতেই দল ছাড়তে বাধ্য হয়েছেন তিনি।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*