GB তে শিশু মৃত্যু, অভিযোগ চিকিৎসার গাফিলতি, উত্তেজিত মানুষের ভাঙচুর

gbদেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ০৭ জুন ।। জি বি হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় উত্তেজিত জনতার ভাঙচুর, হাসপাতাল জুড়ে চাঞ্চল্য। শিশু মৃত্যুতে চিকিৎসার গাফিলতির অভিযোগ পরিজনদের তরফে। জি বি হাসপাতালে সোমবার রাত ১০টি নাগাদ বাধারঘাট থেকে ২ বছরের এই শিশুটিকে ভর্তি করানো হয়। কিন্তু মঙ্গলবার সকাল ৭টা নাগাদ শিশু কন্যাটির মৃত্যু হয়। জানাগেছে, ভোর ৪টায় শিশু কন্যাটির অবস্থা খারাপ হওয়ায় আত্মীয় পরিজনদের বহুবার চেষ্টা সত্ত্বেও চিকিৎসক আসেনি বলে অভিয়োগ। যার পরিনতিতে মঙ্গলবার সকাল ৭টায় শিশু কন্যাটির মৃত্যু হয়। তারপরই জি বি হাসপাতালে এক প্রস্থ ভাঙচুর শুরু হয়।
২ বছরের মেধাশ্রী দাসের মৃত্যু নিয়ে আত্মীয় পরিজন বলেছেন হাসপাতালে চিকিৎসকরা মোবাইল, ট্যাব নিয়ে ওয়াটসঅ্যাপ আর নেট নিয়েই ব্যাস্ত থাকেন। এই শিশু মৃত্যুর জন্যও চিকিৎসকদের সেবার নামে অন্য কাজে সময় ব্যয়ের কারন বলে দায়ী বলে জানিয়েছেন মেধাশ্রীর আত্মীয় পরিজন।
মৃত্যু সর্বদাই হৃদয় বিদায়ক, ২ বছরের মেধাশ্রীকে হারিয়ে মায়ের আর্তচীৎকারে ভার হয়ে উঠে জি বি চত্বর।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*