LIVE UPDATE: প্রকাশিত হচ্ছে উচ্চমাধ্যমিকের ফলাফল, একনজরে ফলাফলের টুকিটাকি

tbse tbseনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৮ জুন ।। প্রকাশিত হচ্ছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০১৬ সালের উচ্চমাধ্যমিক বাণিজ্য ও কলা বিভাগের এবং উচ্চমাধ্যমিক মাদ্রাসা ফাজিল আর্টস, উচ্চমাধ্যমিক মাদ্রাসা ফাজিল থিওলজি বিভাগের পরীক্ষার ফলাফল। ফলাফল জানতে পরীক্ষার্থীর থেকেও মা, বাবাদের মধ্যেও দেখা গেছে সমান উৎসাহ, উদ্দীপনা।

এবছর পরীক্কায় বসেছিল ২৫২৪০ জন। ২৫২৪০ জনের মধ্যে মোট পাশ করেছে ১৭৭৯৬ জন।  পাশের হার ৭৫.১১%।

.

.

একনজরে ফলাফলের কিছু টুকিটাকি

tbse.jpg1.

একনজরে উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগের ফলাফল।

.

.

.

tbse.jpg2.

কলা বিভাগের পরীক্ষায় পাশের হার ছিল ৭১.৮৩ শতাংশ। একনজরে উচ্চমাধ্যমিক কলা বিভাগের ফলাফল এর তালিকা।

.

.

.tbse.jpg3

এবার উচ্চমাধ্যমিক বাণিজ্য বিভাগের পরীক্ষায় পাশের হার ছিল ৭৪.০৪ শতাংশ। একনজরে উচ্চমাধ্যমিক বাণিজ্য বিভাগের ফলাফল এর তালিকা।

.

.

.tbse.jpg4

পরীক্ষায় পাশের হার ছিল ৭৫.১১ শতাংশ।

.

.

.

.tbse.jpg5

TTAADC এলাকায় পরীক্ষায় পাশের হার ছিল ৫৮.৪৭ শতাংশ।

.

.

.

tbse.jpg6দক্ষিন জেলায় পাশের হার সবচেয়ে বেশী। দক্ষিন জেলায় পাশের হার ৭৭.৫০ শতাংশ। ঊনকোটি জেলায় পাশের হার ৭৫.২৩ শতাংশ। উত্তর জেলায় পাশের হার ৭৩.৩৯ শতাংশ। পশ্চিম জেলায় পাশের হার ৭১.৯৪ শতাংশ। সিপাহীজলা জেলায় পাশের হার ৭০.৯০ শতাংশ। গোমতী জেলায় পাশের হার ৬৭.৭৯ শতাংশ। খোয়াই জেলায় পাশের হার ৬৫.১৭ শতাংশ। ধলাই জেলায় পাশের হার ৫৭.৫১ শতাংশ।

.tbse.jpg7

.

.

.

৩৫৯ টি বিদ্যালয়ের মধ্যে ১০০ শতাংশ পাশ করেছে ২০টি বিদ্যালয়। একনজরে tbse.jpg7..উচ্চমাধ্যমিক বাণিজ্য ১০০ শতাংশ পাশ বিদ্যালয়গুলির নামেরতালিকা।

.

.

.

.

.tbse.jpg8

.

.

.

একনজরে বিষয় ভিত্তিক সর্ব উচ্চ নম্বর প্রাপ্ত পরীক্ষার্থীদের নাম এবং প্রাপ্ত tbse.jpg8..নম্বরের তালিকা।

.

.

.

.

.

tbse.jpg9ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০১৬ সালের উচ্চমাধ্যমিক মাদ্রাসা ফাজিল আর্টস পরীক্ষায় পাশের হার ৯১.৬৭ শতাংশ। ১২ জন পরীক্ষায় বসেছিল, তার মধ্যে ১১ জন পাশ করেছে।

.

.

.tbse.jpg10

ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০১৬ সালের উচ্চমাধ্যমিক মাদ্রাসা ফাজিল থিওলজি বিভাগের পরীক্ষায় পাশের হার ১০০ শতাংশ। ১১ জন পরীক্ষায় বসেছিল, তার মধ্যে ১১ জনই পাশ করেছে।

.

আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পরই সকাল ৯টা ৪৫ মিনিটে নিন্মলিখিত সার্ভিস থেকে প্রভিশন্যাল ফলাফল জানতে পারবে।

ওয়েবসাইট : www.tbse.inwww.tripura.nic.in, www.tripuraresults.nic.in, www.tripurainfo.com, www.tripuratoday.com, www.tripurachronicle.in, www.exametc.com, www.indiatoday.in, www.indiaResults.com, www.iagaraniosh.com, www.Bharatstudent.com, www.khaskhabar.com.

Call Centre: 238-0566, 241-3946/0039/0156/0160/0165/0172/0173/0174/0176.

SMS সার্ভিসঃ উচ্চমাধ্যমিক বাণিজ্য ও কলা বিভাগের, উচ্চমাধ্যমিক মাদ্রাসা ফাজিল আর্টস, উচ্চমাধ্যমিকমাদ্রাসা ফাজিল থিওলজি বিভাগের পরীক্ষারফলাফল জানতে মোবাইল থেকে টাইপ করুন TBSE12এরপর Space দিয়ে Roll No টাইপ করে পাঠাতে হবে 7738299899 অথবা ৫৪২৪২ নম্বরে।

 

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*