নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৮ জুন ।। প্রতীক্ষার শেষে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০১৬ সালের উচ্চমাধ্যমিক বাণিজ্য ও কলা বিভাগের এবং উচ্চমাধ্যমিক মাদ্রাসা ফাজিল আর্টস, উচ্চমাধ্যমিক মাদ্রাসা ফাজিল থিওলজি বিভাগের পরীক্ষার ফল প্রকাশের সঙ্গে সঙ্গে বৃহস্পতিবার পরীক্ষার্থী আর অভিভাবদের মধ্যে ব্যস্ততা শুরু হয়ে যায়। ফলাফল জানতে পরীক্ষার্থীর থেকেও মা, বাবাদের মধ্যেও দেখা গেছে সমান উৎসাহ, উদ্দীপনা। এবছর পরীক্কায় বসেছিল ২৫২৪০ জন। ২৫২৪০ জনের মধ্যে মোট পাশ করেছে ১৭৭৯৬ জন। এবার উচ্চমাধ্যমিক বাণিজ্য বিভাগের পরীক্ষায় পাশের হার ছিল ৭৪.০৪ শতাংশ এবং কলা বিভাগের পরীক্ষায় পাশের হার ছিল ৭১.৮৩ শতাংশ। সব মিলিয়ে মোট পরীক্ষায় পাশের হার ছিল ৭৫.১১ শতাংশ।
TTAADC এলাকায় পরীক্ষায় পাশের হার ছিল ৫৮.৪৭ শতাংশ।
দক্ষিন জেলায় পাশের হার সবচেয়ে বেশী। দক্ষিন জেলায় পাশের হার ৭৭.৫০ শতাংশ। ঊনকোটি জেলায় পাশের হার ৭৫.২৩ শতাংশ। উত্তর জেলায় পাশের হার ৭৩.৩৯ শতাংশ। পশ্চিম জেলায় পাশের হার ৭১.৯৪ শতাংশ। সিপাহীজলা জেলায় পাশের হার ৭০.৯০ শতাংশ। গোমতী জেলায় পাশের হার ৬৭.৭৯ শতাংশ। খোয়াই জেলায় পাশের হার ৬৫.১৭ শতাংশ। ধলাই জেলায় পাশের হার ৫৭.৫১ শতাংশ।
৩৫৯ টি বিদ্যালয়ের মধ্যে ১০০ শতাংশ পাশ করেছে ২০টি বিদ্যালয়।
ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০১৬ সালের উচ্চমাধ্যমিক মাদ্রাসা ফাজিল আর্টস পরীক্ষায় পাশের হার ৯১.৬৭ শতাংশ। ১২ জন পরীক্ষায় বসেছিল, তার মধ্যে ১১ জন পাশ করেছে।
ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০১৬ সালের উচ্চমাধ্যমিক মাদ্রাসা ফাজিল থিওলজি বিভাগের পরীক্ষায় পাশের হার ১০০ শতাংশ। ১১ জন পরীক্ষায় বসেছিল, তার মধ্যে ১১ জনই পাশ করেছে।