চূড়াইবাড়ী প্রতিনিধি, ১৩ জুন ।। আসামের কাঠলিছড়া থেকে শুক্রবার এক ব্রু জঙ্গি গ্রেপ্তার হয়। ধৃত জঙ্গির নাম শঙ্কর বর্মণ (২৫)। গোপন খবরের ভিত্তিতে আসাম রাইফেল ও পুলিশের যৌথ অভিযানে হাতে নাতে ধরে এই উগ্রবাদীকে। ব্রু জঙ্গি ৭ জনের একটি দল আসাম, মিজোরাম ও ত্রিপুরা সিমান্তে সন্ত্রাসি কার্যকলাপ চালানোর ছক খুজছিল বলে খবর।