নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন ।। প্রতিবছরের মতো এবারও রাজ্যে পার্টির সভ্যপদ নবীকরণের বিষয়ে তথ্য দিলেন CPI(M) রাজ্য সম্পাদক বিজন ধর। রবিবার বিকেলে সদর কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে টিঙই বলেন, গত জানুয়ারী থেকে মার্চ মাস পর্যন্ত দলের সভ্যপদ নবীকরণ হয়েরছে। নবীকরণের পর এবছর (২০১৬) দলের সদস্য সংখ্যা হয়েছে ৯১,৫৭৮ জন। ২০১৫ সালে এই সংখ্যা ছিল ৮৯,৫৭০ জন। এবছর বৃদ্ধি পেয়েছে ২.২৪ শতাংশ। তিনি জানান, এবছর দলের ৫৬১ জন সদস্য সদস্যা প্রয়াত হয়েছেন। নানা দুর্নীতি ও দলবিরোধী কার্যকলাপের জন্য দল থেকে বহিষ্কৃত হয়েছেন ৫৩৫ জন। নতুন করে এবছর দলের সভ্যপদ নবীকরণ করেনি ৫,০১১ জন, যা শতাংশের হিসেবে ৬.৩৫ শতাংশ। CPI(M) রাজ্য সম্পাদক বিজন ধর সাংবাদিকদের আরও জানান, এবছর দলে মহিলাদের হার ২৬.৯২ শতাংশ। ২০১৫ সালে ছিল ২৬.৪৯ শতাংশ। দলে ST ৩৫.৫৫ শতাংশ, SC ১৯.৫৮ শতাংশ এবং ওবিসি ২২.৮৯ শতাংশ।
CPI(M) রাজ্য সম্পাদক বিজন ধর বলেন, রাজ্যে IPFT পৃথক রাজ্যের দাবীতে রেল ও জাতীয় সড়ক অবরোধ করে যে আন্দোলনের ডাক দিয়েছে তা রাজ্যে অশান্তির বাতাবরণ তৈরির অপপ্রয়াস। এই ধরনের দাবী কিছুতেই সমর্থনযোগ্য নয়।